Terms and Conditions

 bdkrishibazar.com - এ আপনাকে স্বাগতম!

এই ওয়েবসাইটটি অ্যাক্সেস / লগ ইন করার মাধ্যমে আমরা ধরে নিই যে আপনি এই শর্তাবলী স্বীকার করেছেন।  আপনি যদি এই পৃষ্ঠায় উল্লিখিত সমস্ত শর্তাবলী মানতে রাজি না হন তবে bdkrishibazar.com ব্যবহার করা চালিয়ে যাবেন না।

 নিম্নলিখিত এই শর্তাবলী, গোপনীয়তা নীতির মাধ্যমে "ক্লায়েন্ট পক্ষ ", "আপনি" এবং "আপনার" আপনাকে কোম্পানির শর্তাবলী মেনে চলা বোঝায়,এবং "অপর পক্ষ" bdkrishibazar.com কোম্পানির উল্লিখিত পরিষেবাগুলির বিধানের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কোম্পানি চুক্তিতে সম্মতি বুঝায়।

এবং এটি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা উভয়ই  মানতে বাধ্য।

 **বিজ্ঞাপন বিষয়ক শর্তাবলী-

 bdkrishibazar.com- এ বিজ্ঞাপন দেয়ার জন্য ব্যবহার করা ছবি, গ্রাফিক্স, ভিডিও এবং বিষয়বস্তু আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে bdkrishibazar.com দায়বদ্ধ নয়।

 বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু ও স্বত্বাধিকারী  অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো অধিকার লঙ্ঘন করে না,এবং এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে bdkrishibazar.com সম্পূর্ণভাবে মুক্ত।

 bdkrishibazar.com - এই সাইটে কোন ধরনের মাদক অথবা এ জাতীয় কোন এড/পোস্ট /ছবি আমরা প্রকাশ করিনা।

 bdkrishibazar.com - ওয়েবসাইটে ফ্রী বা বিনামূল্যে পরিষেবাগুলি কতৃপক্ষ যে কোন সময় সাময়িক বন্ধ বা পুরোপুরি বন্ধ করার এখতিয়ার রাখে।

 **লাইসেন্স-

 bdkrishibazar.com - শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স পরিষেবা  দিয়ে থাকে, সেকেত্রে পেমেন্ট প্রয়োজন হয়।যার মধ্যে রয়েছে পণ্য বিক্রি করার জন্য আপনি bdkrishibazar.com - এ স্টোর খুলতে পারবেন অথবা সাপ্তাহিক মাসিক বাৎসরিক আনলিমিটেড এড প্রকাশ করতে পারবেন এবং নিজে  bdkrishibazar.com অ্যাক্সেস করতে পারেন। (সে কেত্রে উভয় পক্ষের লিখিত আকারে সম্মতি থাকতে হবে)

*ব্যবহারকারীদের মোবাইল নম্বার ইমেল ঠিকানা-

  • বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর মোবাইল  বা ইমেইল ঠিকানা প্রকাশ করতে হয়। ব্যবহারকারীগণ যাথে একে অন্যর সাথে সহজে যোগাযোগ করতে পারেন।

**আমাদের ব্রান্ড(bdkb shop)

 bdkrishibazar.com সারা বাংলাদেশ থেকে বাছাই করে সঠিক গুণগত কিছু পন্য সামগ্রি এখানে নিয়ে আসে যা ন্যায্য মূল্যে ও সহজে আমাদের সম্মানিত ক্রেতাদের হাতে তুলে দিয়ে থাকি।

* কেনা-বেচা নীতিমালা *

  • কোরিয়ার সার্ভিসের মাধ্যমে  নির্দিষ্ট সময় সম্মানিত গ্রাহকের কাছে পণ্য পৌছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।
  • সম্মানিত গ্রাহক চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন।
  • কিছু কিছু পণ্যের জন্য ডেলিভারি চার্জ ফ্রী থাকে এবং কিছু পণ্যের জন্য সম্মানিত গ্রাহককে ডেলিভারি চার্জ বহন করতে হবে।
  • যে কোন পণ্য ডেমেজ বা ক্ষতিগ্রস্ত  ভাবে গ্রাহক রিসিভ করলে তা পুণরায় বদল বা মানিব্যাক করতে কোম্পানি বাদ্য থাকিবে।
  • বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনার নিজেস্ব গুণগত  পণ্য চুক্তির ভিত্তিতে আমাদের bdkb shop  এর মাধ্যমে বিক্রি করতে পারবেন।

** নীতিমালা পরিবর্তন-

  • bdkrishibazar.com উপরের উল্লেখিত এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।এবং এই জাতীয় পরিবর্তন কার্যকরী হবে bdkrishibazar.com-এ প্রকাশিত হওয়ার পর থেকেই। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ।আপনি bdkrishibazar.com - ব্যবহারের ফলাফল হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে গণ্য হবে।

**ওয়াটার মার্ক-

  • bdkrishibazar.com - এর কিছু ছবি ওয়াটারমার্ক যুক্ত থাকতে পারে, যা বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্য কোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার করা যাবেনা।

**মতামত,মন্তব্য-

  • bdkrishibazar.com - ওয়েবসাইট ব্যবহারকারীদের ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মতামত, মন্তব্য এবং তথ্য পোস্ট বিনিময় করার সুযোগ দেয়। এবং এইসব প্রকাশের আগে  bdkrishibazar.com মন্তব্যগুলি ফিল্টার, সম্পাদনা বা পর্যালোচনা করে না, মতামত বা মন্তব্যের জন্য bdkrishibazar.com কোনও দায়বদ্ধতা, ক্ষতি বা ব্যয়ের জন্য দায়ী থাকবে না।  তবে  অনুপযুক্ত, আপত্তিকর বা এবং শর্তাদি লঙ্ঘনের কারণ হিসাবে বিবেচিত হতে পারে এমন যেকোনো মন্তব্য মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

**কুকিজ-

  • আমাদের ওয়েবসাইট bdkrishibazar.com ভিজিট করা লোকেদের সহজতর করার জন্য নির্দিষ্ট এলাকার কার্যকারিতা সক্ষম করতে আমাদের ওয়েবসাইট দ্বারা কুকি ব্যবহার করা হয়। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।

**অন্য কোন ওয়েবসাইটের লিংক-

  • bdkrishibazar.com- এ অন্য কোন ওয়েবসাইট -এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। অন্য কোন ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য bdkrishibazar.com  দায়ী থাকবে না।যেই মুহূর্তে ব্যবহারকারী bdkrishibazar.com ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।

**লিঙ্ক অপসারণ-

  • আপনি যদি আমাদের ওয়েবসাইট bdkrishibazar.com- এ কোনো লিঙ্ক খুঁজে পান যা কোনো কারণে আপত্তিকর, আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে এবং জানাতে পারেন।  আমরা লিঙ্কগুলি সরানোর অনুরোধগুলি বিবেচনা করব তবে আমরা আপনাকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে বাধ্য নই।

**ওয়েবসাইটে পরিবর্তন -

  • আমরা যে-কোন সময় bdkrishibazar.com এই ওয়েবসাইটর ডিজাইন আপডেট করতে পারি, তবে এর বিষয়বস্তু অপরিহার্যভাবে সম্পূর্ণ ঠিক থাকবে। ওয়েবসাইটের যে কোনও উপাদান যে কোনও সময়ে পুরানো হতে পারে, এবং আমরা এই জাতীয় উপাদান আপডেট করার কোনও বাধ্যবাধকতা নেই।

**কপিরাইট-

  •  bdkrishibazar.com --এর সমস্ত মেধা সম্পত্তি অধিকার সংরক্ষিত, মেধা সম্পত্তির অধিকার মালিকের। ওয়েব সাইটের যেকোনো ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড এসব bdkb এর সম্পত্তি, bdkb-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।

*পরিচালনাকারী-

 bdkrishibazar.com বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।